ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপে এক মিলিয়নের বেশি দর্শক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত ২৩ টি ম্যাচের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে ২১ তম ম্যাচ পর্যন্ত এক মিলিয়ন দর্শক ওয়ার্ল্ডকাপ দেখেছে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফিফার তথ্য মতে, বুধবার ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার ম্যাচে ১-১ গোলো ড্র হয়। সেদিনই বিশ্বকাপের দর্শক এক মিলিয়ন ছাড়িয়েছে।  

এ বিশ্বকাপে ২০ জুন পর্যন্ত ২.৬ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা।

ফিফা তথ্য মতে, এখন পর্যন্ত বিভিন্ন স্টেডিয়ামে গড়ে ৯৭ ভাগ আসন ব্যবহার হয়েছে। এছাড়া ৭০ হাজারেরও বেশি টিকিট পুনরায় বিক্রি হয়েছে।

তবে বিশ্বকাপের এবারের আসরে শুধুমাত্র উরুগুয়ে ও মিশরের ম্যাচে ৬ হাজার টিকিট অবিক্রিত ছিল। কেন এমন হলো তা তদন্ত করেছে বলেও জানায় সংস্থাটি।   

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি